এতগুলো টায়ার বহন করা সত্বেও বিপদের সময় একটি টায়ারও তার কাজে আসেনি। ঠিক তেমনি জীবনে চলার পথে অনেক অনেক পরিচিত লোকজন থাকবে। কিন্তু ভবিষ্যতে আপনার প্রয়োজনে সবাইকে পাওয়া যাবে সেটা ভাবার কোনো সুযোগ নেই।
আপনার অবদান কি ছিল তা কেউ মনে রাখবে না, বরং আপনি তাদের থেকে কি নিয়েছেন সেটা ভালো ভাবে মনে রাখবে এবং খোটা দিবে!! জীবন নাটকের চেয়ে নাটকীয় এবং স্বার্থপরদের মিলন মেলা !! বৃষ্টি এলে বুঝিয়ে দেয় ঘরের ছিদ্র কোথায়। আর বিপদ আসলে বুঝিয়ে দেয় কে আপন আর কে পর। তাই বিপদ বা প্রয়োজন হচ্ছে মানুষ চেনার অন্যতম পন্থা। #collected