১. সাইকেলটা বিক্রি করে ঝুমুর স্কুলের মাইনা দিয়ে দাও। আমি পায়ে হেটেই কাজে যেতে পারবো।
২. আরেকটু অপেক্ষা কর মা! তোর বাবা একটু পরেই চাল নিয়ে আসবে।
৩. তোমরা খাও বাবা, আমি খেয়ে এসেছি!
৪. এবার পুজোয় কিছু কিনবো না! নতুন শার্ট আমার এমনিতেও ভালো লাগেনা!
৫. আমার নতুন জামা লাগবে না, বাবা!
৬. আরো দুটো নতুন গানের টিউশনি ধরেছি, তাই হয়তো গলায় রক্ত এলো। xray কি করতেই হবে ডাক্তার বাবু?
৭. আমার তো মাংস ভালোই লাগে না, আমাকে দিও না। খোকার জন্য তুলে রাখো।
৮. এখনো মাসের ১০ দিন, ওগো এই মাসটা একটু চালিয়ে নিতে পারবে তো?
৯. খুচরো নেই মানে কি? ২৯ টাকা হয়েছে, ১ টাকা ফেরৎ দেবেন না?
১০. আমি একা না, অনেকেই শপিং মলে শুধু ঘুরতে যায়। কিছু কেন না কোনদিন, বুঝলে?
এসব দুয়া লাইনের গল্পের ভেতর লুকিয়ে থাকে বড় বড় উপন্যাস আর কাব্যগ্রন্থ!!