কি রে মাছ উঠছে জালে? কি মাছ উঠছে?
উত্তরে বলেছিলাম,
অনেক উঠছে, ইয়া বড়ো বড়ো ইলিশ মাছ!!
ঠাকুমা হেসে বলেছিলো,
“ওরে পাগলা ওটা ইলিশ মাছ নয়, ওই সাদা সাদা মাছ গুলো Silver carp মাছ
সেদিন প্রথম বুঝেছিলাম ইলিশ আর silver carp মাছের তফাৎ। সেই প্রথম প্রেমে পড়া, ইলিশ মাছের সাথে। 😆