বাড়িতে হথাৎ একদিন কথায় কথায় কোথাও একটু বেড়িয়ে আসার কথা উঠলো। ততদিন আমার কাছে বেড়ানোর জায়গা বলতে মামা বাড়ি বা মাসি বাড়ি। স্কুল ছুটি হলেই এই দুয়ের মধ্যে কোনো এক যায়গায় গিয়ে ছুটি কাটিয়ে আসা। কিন্তু সেবার বাবা বললো, চলো এবার আমরা সবাই দীঘা ঘুরে আসি। বাড়িতে সকলের চোখ উজ্জ্বল হয়ে উঠলো। যে সময়ের ঘটনা এটা, তখন আমরা সদ্য বারাসাতর নতুন বাড়িতে থাকতে শুরু করেছি।
আমার প্রথম ভ্রমনের অভিজ্ঞতা লিখতে বসলাম। আলোআঁধারি স্মৃতি কে আশ্রয় করে লেখা শুরু। কিছু ঘটনা মনে আছে, আর কিছুটা আবছা। পুরোনো স্মৃতি বা ঘটনা লিখতে বসলে এই একটাই সমস্যা, একটু জল মেশাতে হয়। টাটকা ঘটনা হলে আমি জল মেশাই না, ৯৯% খাঁটি থাকে। আমি যে তখন কোন শ্রেণীতে পড়তাম কিছুই মনে নেই। ছবিতে আমাকে বেশ খোকা খোকা লাগছে। পাঠকদের কাছেই ছেড়ে দিলাম, আমার বয়স ও আমি কোন শ্রেণীতে পড়তাম সেটা অনুমান করে নেওয়ার।