জীবন খুব ছোট, প্রতি মুহূর্তে আনান্দ চাই,
স্বপ্ন ভরা চোখে ঘুম, গাল ভরে তুলি হাই।
আজ নিরামিষ, কাল ডাল ভাত, তাতেও খুব খুশী,
কানা বেগুনের ঝোল রেধেছে, মেসের ‘আসমা’ মাসি।
পুরনো বন্ধুরা হারিয়েছে আজ, ফেসবুক দেয় তাদের সংবাদ,
কেউ অসন্তুষ্ট আমার ব্যাবহারে, কেউ দিয়েছে ফ্রেন্ড লিস্ট থেকে বাদ।
কত স্মৃতি, কত ঘটনা, রোজ সাজিয়ে রাখে মন,
আস্তে আস্তে ফুরিয়ে যাচ্ছে তোমার আমার ছোট এ জীবন।
আমার ব্যাবহারে কোনদিন যদি, আঘাত পেয়ে থাকো মনে
ক্ষমা করে দিয়ে, বুকে টেনে নিয়ো, মিলবো আবার দুজনে।