নন্দী পাহাড়, নন্দীদুর্গ নামে পরিচিত, এটি একটি প্রাচীন পাহাড়ের দুর্গ যা বেঙ্গালুরুর কাছে চিক্কাবল্লাপুর জেলায় অবস্থিত। নন্দী পাহাড় সমুদ্রতল থেকে ৪৭০০ ফুট উঁচুতে এবং বেঙ্গালুরু থেকে প্রায় ৬০ কিলোমিটার দূরে। লোকেরা খুব সকালে মেঘের ওপরে অত্যাশ্চর্য সূর্যোদয়ের সৌন্দর্য দেখতে নন্দী পাহাড় ঘুরে দেখতে পছন্দ করেন।
২০১৮ তে প্রথম নন্দী হিলস গিয়েছিলাম, ২০২০ তে দ্বিতীয়বার। রাস্তাঘাট একই আছে, নন্দী পাহাড়ও একই আছে। নতুন যেটা দেখলাম সেটি মেঘ আর কুয়াশা। আমার আগের ব্লগের লিঙ্ক দিয়ে দিলাম আগের অভিজ্ঞতা নিয়ে লেখা ওখানে পাবেন। https://www.sanjayhumania.com/nandi-hills/ এই ব্লগে নতুন করে কিছু লেখার নেই, শুধু দ্বিতীয়বারের কিছু ছবি এখানে দিয়ে রাখলাম।